মাটিরাঙ্গায় ট্রাক চাপায় নিহত ১ - লালসবুজের কণ্ঠ
    বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

    মাটিরাঙ্গায় ট্রাক চাপায় নিহত ১

    • আপডেটের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

    খাগড়াছড়ি প্রতিনিধি:


    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাক চাপায় রুমা আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছেন।

    শুক্রবার (২৬ আগষ্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় ট্রাককে পাশ কাটানোর সময় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে পাথর বোঝাই ট্রাকের চাকায় মাথা পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

    নিহত রুমা আক্তার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজার এলাকার রওসন আলীর মেয়ে। নিহতের স্বামীর বাড়ি নোয়াখালী জেলার শ্যামবাগে। তার স্বামী মো. আব্দুলাহ ও তার ১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

    স্বজনরা জানান, নিহত রুমার দাদী মারা যাওয়ায় স্বামীর বাড়ি থেকে দেখতে আসে। আজ সকালে স্বামীর বাড়িতে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে

    মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মাহিন্দ্রা চালক ও ট্রাক চালক পলাতক এবং গাড়ি গুলো পুলিশ হেফাজতে রয়েছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১৮/১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    আরিফুল/এআর

    24Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর