নিজস্ব প্রতিবেদক,ভোলাহাটঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৮-১৯ অর্থবছরে উপজেলা পরিষদ হতে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক ও উচ্চতর শিক্ষারত গরীব-মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদাণ অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের মহিলা সদস্য ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পাখি, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রহমান, মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় অধ্যক্ষ রহমত আলী, উপজেলা প্রকৌশলী নিখিল কুমার ঘোষ। উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম ও মেধাবী ছাত্র তুহিন আলীসহ সুধীজনেরা। উপজেলায় এ প্রথম সরকারীভাবে শিক্ষারত গরীব-মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়েছে। উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার মেধাবী ছাত্রছাত্রী প্রতিজনকে ৪ হাজার টাকা করে ৫০জন প্রদাণ করা হয়।
Leave a Reply