ভোলাহাটে নক-আউট প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
আপডেটের সময় :
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
লালসবুজের কণ্ঠ রিপোর্ট, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নক-আউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা কৃষকলীগের আয়োজনে ও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মধুমতি গ্রুপের সার্বিক সহযোগিতায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ ফাইনাল খেলায় মামা ভাগ্নে গার্মেন্টস বনাম ফারিয়া ফুটবল দল অংশগ্রহণ করেন।৪০ মিনিটের খেলায় ফারিয়া ফটোস্টাট ফুটবল দলকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে মামা ভাগ্নে ফুটবল দল ।
এ খেলায় উপজেলা কৃষক লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ রানা, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, জেলা মহিলা লীগের সহ-সভাপতি হোসনে আরা পাখি, ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল উদ্দিন ও মধুমতি গ্রুপের আইটি ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমূখ।
পরে রানারআপ ও বিজয়ী দলকে ট্রফিসহ প্রাইজমানি প্রদান করেন তারা। খেলা শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শন করা হয়।
Leave a Reply