নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট: উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস/১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুন বুধবার সকাল ১০টার দিকে ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিনের সভাপতিতে¦
র্যালী ও আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারা, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পালসহ অন্যরা। পরে মাদক বিরোধীর উপর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতায় ৯জন বিজয়ির মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply