চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে আসগর আলী (১২) নামে এক কিশোরেরর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আটজ শুক্রবার দুপুরে উপজেলার ময়ামারি টাকাতলা এলাকায়। নিহত আসগর আলী পোল্লাডাংগা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুর ১টার দিকে আসগর আলী একটি গাছে উঠে আম পাড়ছিল। এমন সময় গাছের সঙ্গে লেগে থাকা বৈদ্যতিক তারে জড়িয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট ফায়ার সারভিসের ইনচার্জ আবুল কাশেম বলেন, আমরা যাওয়ার আগেই সাগরের মৃত্যু ঘটে এবং তাকে ঝুলন্ত অবস্থায় উদ্বার করে ভোলাহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সেি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানায়,থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply