ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সাদ্দাম নামের একজন রাজধানীতে সাতাঁর দিয়ে নদী পারাপারের সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
জানা গেছে- ভোলাহাটের বজরাটেক কাউন্সিল মোড়ের মুসা পুরির ছেলে সাদ্দাম (২৮)।
মঙ্গলবার সাদ্দাম বন্ধুরদের সাথে ক্রিকেট খেলতে নদীর ওপারে গেয়েছিলেন। খেলা শেষে সাদ্দামসহ দুজন সাঁতার দিয়ে নদী পার হচ্ছিল বন্ধু সাঁতার দিয়ে এপার এসে সাদ্দামকে আর খুঁজে পাইনি। ডুবুরি দিয়ে সাদ্দামকে খোঁজাখুজি চলছে। এখনো পর্যন্ত সন্ধান মেলেনি সাদ্দামের।
নিখোঁজ সাদ্দাম- রাজধানীর পাকিজাতে চাকুরি করতেন। সাদ্দামের ৩ বছরের ছেলে সন্তান রয়েছে।
নিখোঁজের খবর পেয়ে সাদ্দামের গ্রামের বাড়ি ভোলাহাটে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply