চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী
বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম
জাহিরুল ইসলাম (২২)। সে হোসেনভিটা গ্রামের এনামুল হকের ছেলে। এঘটনায়
বিএসএফ নিকট প্রতিবাদ নোট পাঠিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গিলাবাড়ী
ক্যাম্পের পশ্চিমে গফুর হাজির আম বাগান এলাকায় ২’শ নম্বর আর্ন্তজাতিক
মেইন পিলারের কাছে জহিরুলকে গুলি করে ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের
কৃষ্টপুর ক্যাম্পের সদস্যরা। পরে বেলা পৌনে ১১টার দিকে সেই লাশ ভারতের
অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
৫৯ বার্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান,
ভোররাতে বেশ কয়েকজন চোরাকারবারী শূণ্য রেখা অতিক্রম করে তারকাঁটার বেড়া
কাটার চেষ্ট করে। এসময় বিএসএফ কৃষ্টপুর ক্যাম্প পোষ্ট থেকে গুলি ছোড়ে এতে
একজন নিহত হয়। পরে সেই লাশ ভারতীয় অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায়
আমরা পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কমাডেন্টদের লিখিত প্রতিবাদ জানিয়েছি।
এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত জাহিরুলের লাশ ফেরত দেয়নি ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
Leave a Reply