যশোর সংবাদদাতা:
পুলিশের আইজিপির প্রটোকল অফিসার এএসপি পরিচয়দানকারী রাকেশ ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৩টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাকেশ ঘোষ চৌগাছা উপজেলার বহিলারকোটা গ্রামের সমীর ঘোষের ছেলে। বর্তমানে সে যশোর শহরের ঘোপ এলাকায় ভাড়া থাকে।
কোতোয়ালি থানার এসআই সাহিদুল আলম জানান, রাকেশ নামে ওই ব্যক্তি নিজেকে নড়াইলের এএসপি পরিচয় দিয়ে ১০ দিন আগে এক মহিলাকে থানায় পাঠান। ওই মহিলা সেদিন কোনো অন্যায় না করায় তিনি চলে যান। রাতে এএসপি পরিচয়দানকারী রাকেশ থানার এসআই সাহিদুল আলমকে চাকরি ‘খেয়ে’ নেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ফোন দিয়ে আবার পুলিশের চাকরি ‘খেয়ে’ নেওয়ার হুমকি দেয়। কথা বলার এক পর্যায়ে তিনি বিকাল ৩টার দিকে দড়াটানার দিকে দড়াটানা মোড়ে তাদের দেখা করতে বলেন। সেখানে রাকেশ পুলিশের আইজিপির প্রটোকল অফিসার হিসেবে পরিচয় দেয়।
ইতোপূর্বে নড়াইলের এএসপি পরিচয় পরবর্তীতে আইজিপির প্রটোকল অফিসার এএসপি পরিচয় দেওয়ায় সন্দেহ হয়। এ সময় এসআই সাহিদুল আলম ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে থানায় নিয়ে যায়।
এ সময় থানায় নিয়ে অন্যান্য পুলিশের সামনে পুলিশ সদস্য নয় বলে তিনি স্বীকার করেন।
Leave a Reply