নিজস্ব প্রতিবেদক
প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক জেলার কৃতি সন্তান অধ্যাপক মমতাজউদদিন আহমদ স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শোকসভার আয়োজন করা হয়। শনিবার দুপুরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. মো. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম রাব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, তিনি প্রগতিশীল ধারা এবং বহুমুখী চরিত্রের অধিকারী মানুষ ছিলেন। সংস্কৃতিমনা পরিবারের সদস্য হওয়ায় তিনি সংস্কৃতি চর্চা করার সুযোগ পেয়েছিলেন।
পরে, ৫৬ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবী ও ৬ টি সাংস্কৃতিক গোষ্ঠির মাঝে ৮ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন।
Leave a Reply