লালসবুজের কণ্ঠ ডেস্ক:
ভারতের গোয়া রাজ্য থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন লাগার পর সেটি গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায় এবং জরুরি অবতরণ করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আগুন ধরে যাওয়া ইন্ডিগোর ওই বিমানে গোয়ার পরিবেশমন্ত্রী নিলেশ কাবরাল ছিলেন। গোয়া থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির বাম ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর পাইলট সেটিকে নিয়ে আবারও ডাবোলিম বিমানবন্দরে ফিরে আসেন এবং জরুরি অবতরণ করান।
এ প্রসঙ্গে কাবরাল বলেন, সোমবার রাত (রোববার দিনগত রাত) ১টায় বিমানটি উড্ডয়নের ১৫ মিনিট পরই তাতে আগুন ধরে যায়। তখনই পাইলট বাম ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং গোয়ায় ফিরে আসেন। বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন।
Leave a Reply