বিশ্বকাপের ৪০তম ম্যাচে বাংলাদেশ বনাম ভারত উত্তেজক দ্বৈরথ মঙ্গলবার (২ জুলাই)। যেখানে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আজকের ম্যাচটি মাশরাফি বিন মর্তুজাদের সেমি-ফাইনালে ওঠার লড়াই। টিম ইন্ডিয়াকে হারিয়ে সেমিতে যাওয়ার সম্ভবনার দরজা আরও খুলতে মরিয়া বাংলাদেশ। আফগানদের হারিয়ে পাকিস্তান টাইগারদের সেমিতে যাওয়ার পথটা কঠিন করে দিয়েছে! এমন অবস্থায় ভারতকে হারানো ছাড়া গতি নেই বাংলাদেশের। অন্যদিকে, ভারতকে ইংল্যান্ড আগের ম্যাচে হারিয়ে দেওয়ায় এই ম্যাচটি বিরাট কোহলিদের জন্য সেমিতে ওঠার ম্যাচ! বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে ম্যাচটি!
বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন; মাহমুদউল্লাহ রিয়াদের জায়গাতে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের জায়গায় ঢুকেছেন পেসার রুবেল হোসেন। এছাড়া ভারতের একাদশেও এসেছে পরিবর্তন।দীনেশ কার্তিক ঢুকেছেন কেদার যাদবের বদলি হিসেবে। আর কুলদীপ যাদবের জায়গাতে এসেছেন ভুবনেশ্বর কুমার।
বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা ছিল স্বপ্নের মতো। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এবার লাল-সবুজের জার্সিধারীদের সামনে সেমিফাইনালের হাতছানি। তবে তার আগে টপকাতে হবে শক্তিশালী ভারতকে। শেষ চারের আশা টিকিয়ে রাখতে টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের।
ভারত বাংলাদেশ থেকে ৪ পয়েন্টে এগিয়ে থাকলেও এখনো তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। যদি পর পর দুই ম্যাচ হারে তাহলে বাদও পড়তে পারে টুর্নামেন্ট থেকে।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ :
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ত, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ।
Leave a Reply