লালসবুজের কণ্ঠ ডেস্ক:
সনাতন ও হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) বিকালে রাজধানীর ভাষাণটেক এলাকার বাসিন্দা গৌতম কুমার এদবর বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
ট্রাইব্যুনালের বিচারক আস শামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। বাদীপক্ষে মামলা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।
মামলার অভিযোগে বলা হয়, সুমন গত ১৯ জুলাই তার ফেসবুক পেজে লেখেন, ‘পৃথিবীর মধ্যে নিকৃষ্ট এবং বর্বর জাতি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা, যাদের ধর্মের কোনো ভিত্তি নেই। মনগড়া বানানো ধর্ম।’
মামলার আবেদন আরও উল্লেখ কর হয়, তার এহেন বক্তব্য মিথ্যা অশ্লীল ও চরম আপত্তিকর। তার গ্রুপে বক্তব্য হিন্দু সমাজ তথা গোটা জাতির মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
তবে সুমন তার ভেরিফাইড পেইজ ছাড়া অন্য কোনো পেইজ থাকার কথা অস্বীকার করেছেন। গত ২০ জুলাই তিনি তার ভেরিফাইড পেইজে লেখেন, ‘আমার নাম ব্যাবহার করে একটি ফেইক পেইজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেইজ যার ফলোয়ার ২০ লক্ষের অধিক।’
Leave a Reply