রাজশাহী ব্যুরো : বৃহস্পতিবার থেকে রাজশাহীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রথযাত্রা। আর এই যাত্রা উপলক্ষে সাগরপাড়ায় বসেছে রথের মেলা। আর এই মেলা চলবে সপ্তাহব্যাপি।
সাগরপাড়া এলাকা খুরে গেছে, ইতোমধ্যে বেশ কিছু দোকান বসানো হয়েছে মেলাকে কেন্দ্র করে। রাজশাহীতেও প্রত্যেক বছরের ন্যায় এইবারও আয়োজন করা হয়েছে রথযাত্রা ও রথের মেলা। এই মেলাটি বসে কল্পনার হলের মোড় থেকে সাগরপাড়া বটতলার মোড় পর্যন্ত।
এই মেলায় কাঠের তৈরি আসবাবপত্র পাওয়া যায় সল্প মুল্যে। এছাড়াও পাওয়া যায় হাতে তৈরি বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টান্ন, মাটির তৈরি পুতুল ইত্যাদি।
Leave a Reply