নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফতেপুর বাগান পাড়ায় প্রায় দেড় শতাধিক পরিবার পানি বন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। সরেজমিনে জানাগেছে, সমান্য বৃষ্টি হলে ওই বাগান পাড়ায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় দীর্ঘদিন যাবৎ । জলাবদ্ধতা নিরশনের লক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিগত ৪মাস পূর্বে বাগান পাড়া সুধীর চৌকিদারের বাড়ী পাশ থেকে ড্রেন নির্মানের কাজ শুরু হয়। কিন্তু বরাদ্দকৃত টাকার পরিমান কম হওয়ায় এবং বিভিন্ন জটিলতার কারনে ওই ড্রেন নির্মানের কাজ অসমাপ্ত থেকে যায়। ড্রেনের শেষ প্রান্তে জনৈক আব্দুল সালামসহ বেশ কয়েকজন ব্যাক্তি ঘরবাড়ি নির্মান করলে পানি নিষ্কাশন একেবারে বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টির পানিতে ওই এলাকার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
ফলে এলাকায় পানীয়-জল, পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ নানাবিদ সমস্যার সৃষ্টি হয়েছে। এলাকায় বিভিন্ন প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে সকল বয়সের মানুষ। ফতেপুর গ্রামের বৃদ্ধ শ্রী দিজেন্দ্রনাথ সিংহ ও অধীর কর্মকার বলেন, দীর্ঘদিন থেকে আমারা এ এলাকায় জলাবদ্ধতার সমস্যায় মানবেতর জীবন যাপন করলেও সংম্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারী নাই। ওই গ্রামের গৃহিনী রাধা রানী ,অলকা কর্মকার, সেলিনা বেগম, ফেন্সি বেগমসহ এলাকার গৃহীনিরা এবিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমারা শিশু, স্কুল গামী ছাত্র/ছাত্রী, গবাদি পশু নিয়ে চরম দূর্ভোগের মধ্যে পানি বন্দী অবস্থায় দিনতিপাত করছি।এখন পর্যন্ত আমাদের এই করুন পরিস্থিতি দেখার জন্য কোন জনপ্রতিনিধি আসেনি। এব্যাপারে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ আহম্মেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাইল হক হজ্ব পালনে সোদি আরবে থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। বর্তমান প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। এব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply