লালসবুজের কণ্ঠ,বিনোদন ডেস্ক
কাতার বিশ্বকাপকে সামনে রেখে অফিসিয়াল গান প্রকাশিত হয়েছে। অফিসিয়াল গান হচ্ছে ‘লাইট দ্যা স্কাই’, যা গতকাল মুক্তি পেয়েছে।
বিশ্বে নারীদের ক্ষমতা বোঝানোই মূলত এই গানের থিম। আরবের চার বিখ্যাত নারী গায়িকা এই গান গেয়েছেন। মরক্কোর নুরা ফাতেহি তো আছেনই। আরও আছেন ইরাকের রাহমা রিয়াদ, আমিরাতের বালকিস এবং মরক্কোর পুরস্কারপ্রাপ্ত গায়িকা মানাল।গানটিতে শুধু ইংরেজিই না, হিন্দি, মরক্কোর আরবি ভাষাও রয়েছে। হিন্দির সুর মিলিয়েছেন নুরা। নুরা বলেছেন, ‘ফুটবল হচ্ছে গানের মতো, যার বিশ্বব্যাপী উন্মাদনা রয়েছে এবং যেখানেই গিয়েছি, আমি নিজের চোখে তা দেখেছি। এমন প্রতিভাবান নারীরা মিলে এই গান গাওয়া সৌভাগ্যের বিষয়। যা আমাদের শেকড় এবং ফুটবল বিশ্বকাপের আবহকে তুলে ধরবে।’
২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের অংশগ্রহণে হবে এবারের বিশ্বকাপ। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।
বিনোদন ডেস্ক/স্মৃতি
Leave a Reply