1. [email protected] : News room :
বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ - লালসবুজের কণ্ঠ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ

  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯

স্পোর্টস ডেস্ক
আফগান বোলিং সামলে উঠেছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহীমের ব্যাটে সে বিপদ কাটিয়ে উঠেছে টাইগাররা।

তৃতীয় উইকেটে ১০ ওভার খেলে ৫৪ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন সাকিব-মুশফিক। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভার শেষে ২ উইকেটে ১৩৬ রান। সাকিব ৪৯ আর মুশফিক ২৮ রানে অপরাজিত আছেন।

ইনিংসের ৪ ওভার পেরোতেই আউট লিটন দাস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দলের রান তখন মাত্র ২৩। সেখান থেকে ৬১ বলে ৫১ রানের জুটি তামিম ইকবাল আর সাকিব আল হাসানের।

১ উইকেটে ৭৪ রানে পৌঁছে যাওয়া টাইগাররা ১৫তম ওভারের শেষ বলে এসে তামিমকেও হারিয়ে বসে। মোহাম্মদ নবীর বলটি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন টাইগার ওপেনার, ৫৩ বলে ৪ বাউন্ডারিতে তামিম করেন ৩৬ রান।

পরের ওভারে রশিদ খানের এলবিডব্লিউয়ের আবেদনে আবারও আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। এবার সাকিব রিভিউ নিয়ে জিতে যান। বল দেখা যায় স্ট্যাম্পের উপর দিয়ে চলে যেত।

এর আগে বিতর্কিত এক ক্যাচে সাজঘরে ফেরেন লিটন দাস। বলটা মনে হচ্ছিল, মাটিতে লেগেছে। টিভি আম্পায়ার আলিম দার কয়েকবার রিপ্লে টেনে টেনে দেখলেন। কিন্তু শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই দিলেন। মুজিব উর রহমানের শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন।

শর্ট কভারে হাসমতউল্লাহ শহীদি ক্যাচটা নেয়ার পরও লিটন ক্রিজে দাঁড়িয়ে ছিলেন। আলিম দারও নিশ্চিত হতে পারছিলেন না ক্যাচটা আসলে মাটিতে লেগেছে কিনা। একবার মনে হচ্ছিল, বলের নিচে আঙুল আছে। আরেক দিক থেকে মনে হচ্ছিল, মাটিতে বলের ছোঁয়া লেগেছে। ভাগ্যটা লিটনের বিপক্ষেই গেল।

অথচ লিটনের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মূলত ওপেনিং জুটিতে তিনিই ভালো খেলছিলেন। ১৭ বলে ২ বাউন্ডারিতে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ১৬ রান।

74Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর