1. [email protected] : News room :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটের কালাই উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে মোলামগাড়িহাট বাজারে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- ওই এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী স্বপ্না (৩২) ও তার মেয়ে শিমু (৪)।

কালাই থানার ওসি আব্দুল লতিফ ও স্থানীয়রা জানান, সকালে স্বপ্না উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় বাঁশের আড়ার সঙ্গে লেগে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে নড়াচড়া করতে দেখে শিশুটি এগিয়ে গিয়ে স্বপ্নাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন সরকার তাদের মৃত ঘোষণা করেন।

12Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর