চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্ত এলাকার একটি পুুকুরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ৭’শ ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে ৫৯ বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির টহল দল শুক্রবার বিকেল প্রায় সোয়া ৩টার দিকে সীমান্ত পিলার ১৮৭/১০ হতে আনুমানিক দেড় কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা চন্দ্রা দিঘী পুকুরে তল্লাশী করে ৭’শ ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।
Leave a Reply