ঢাকা সংবাদাতা:
বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবিতে আন্দোলন শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। আজ বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
এর আগে সহস্রাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে কার্যালয়ের সামনে আসে। সেখানে অবস্থান নিয়ে বিভিন শ্লোগান দিতে থাকে।
এ সময় কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে কার্যালয়ের ভেতরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির কয়েকশ’ নেতাকর্মী অবস্থান করছেন। কার্যালয়ের আশপাশেও ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
আন্দোলনকারীরা কোনো ধরনের অপ্রীতিকর কিছু করলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে তারা।
Leave a Reply