রাজশাহী ব্যুরো :
রাজশাহী নগরীতে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে কুনই থেকে হাত হারালেন ফিরোজ (২৫) নামের এক যাত্রী। আহত যাত্রী বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধিন নামুত গ্রামের মাহফুজুর রহমানের ছেলে ও রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের পরীক্ষার্থী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর কাটাখালি পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর অভিমুখে মোহাম্মদ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস নাটোর থেকে আসছিল।
এসময় বিপরীত দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। পথিমধ্যে কাটাখাী পৌরসভার সামনে ঘেঁসে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসের যাত্রী ফিরোজের কুনই থেকে হাতটি কাটা পড়ে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে ফিরোজ নামের এক যাত্রীর হাত কুনই থেকে রাস্তায় পড়ে গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে যাত্রীদের সহযোগিতায় আহত ফিরোজকে উদ্ধার করে সেই গাড়িতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি রামেকের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন। তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসের পরিচয় পাওয়া গেছে, এ বিষয়ে মামলা করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply