লালসবুজের কণ্ঠ ডেস্ক:
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে এরিক এরশাদ। শুক্রবার (৫ জুলাই) বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বসে দলের যুগ্ম মহাসচিব এস এম ইয়াসিরের ফেসবুক পেজ থেকে লাইভে দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চান তিনি। এরিক এরশাদ বলেন, ‘প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আপনাদের সবার কাছে আমার বাবা, এদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের জন্য দোয়া আবেদন করছি। আপনারা দোয়া করবেন, উনি যাতে লাইফ সাপোর্ট থেকে জীবিত ও সুস্থ হয়ে ফিরে আসেন।’ এর আগে এরিক জুমার নামাজের পর মোনাজাতে তার বাবার রোগমুক্তির জন্য প্রার্থনা করেন। এ সময় এরিক কান্নায় ভেঙে পড়েন। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘স্যারের ছোট ছেলে এরিক এরশাদ বিকেলে সিএমএইচ-এ আসেন। ওই সময় বাবার খোঁজখবর নিতে আসা এরিক নির্বাক হয়ে বসেছিলেন। তিনি দেশবাসীর কাছে স্যারের সুস্থতার জন্য দোয়া চাইতে ফেসবুক লাইভে আসেন।’ তিনি আরও বলেন, ‘আমি দেখেছি এরিক অসুস্থ স্যারকে খুব অনুভব করছেন। তার মন খুব খারাপ। আজ অনেক কান্নাকাটি করেছেন। স্যার যদি না থাকেন এরিক খুব অসহায় হয়ে যাবেন। আমি এরিকের মতো দেশের সবার কাছে স্যারের সুস্থতার জন্য দোয়া চাইছি।’ উল্লেখ্য, গত বুধবার (২৬ জুন) থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। গেল কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিডনি কাজ করছে না। ফুসফুসের সংক্রমণও কমছে না।
Leave a Reply