বান্দরবান সংবাদদাতা:
কেন্দ্রীয় যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিনিয়োগে বান্দরবান সদর উপজেলার চিম্বুক সড়কের মিলনছড়ি এলাকায় ৫০ একর জায়গাতে প্রায় ২শ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে নির্মাণ করা হচ্ছে পাঁচতারা পর্যটন রিসোর্ট সিলভান ওয়াই অ্যান্ড স্পা।
আর বান্দরবানের এই বিনিয়োগে নেতৃত্বে দিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ ১৪ আসনের এমপি নজরুল ইসলামের ছোট ভাই জসিম উদ্দিন মন্টু।
সরোজমিনে জানা যায়, সাম্প্রতিক আলোচিত কেন্দ্রীয় যুবলীগের নেতা জি কে শামীম রিসোর্টটিতে ইতোমধ্যে ২ কোটি টাকা বিনিয়োগ করেছেন ও এ রিসোর্টে কেন্দ্রীয় যুবলীগ নেতা জি কে শামীমের ২ শতাংশ শেয়ার রয়েছে এবং রিসোর্টটির মালিকানায় ৯ জন শেয়ার হোল্ডারদের মধ্যেও জি কে শামীম অন্যতম। আরও জানা যায়, রিসোর্টে নির্মাণে প্রথম পর্যায়ে ১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই রিসোর্টের নিরাপত্তার জন্য রিসোর্ট মালিকদের নিজ উদ্যোগে পুলিশ ক্যাম্প করার জন্য স্থায়ী ভবন নির্মাণ করে দেওয়া হয়।
সিলভান ওয়াই অ্যান্ড স্পা রিসোর্টটিতে জি কে শামীম ছাড়াও শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন- চট্টগ্রামের ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ব্যবসায়ী জসিম উদ্দিন মন্টু, ঢাকার ব্যবসায়ী ফজল করিম, মোহাম্মদ মহসিন, মিনারুল চাকলাদার।
রিসোর্টটিতে এমপি নজরুলের ছোট ভাই জসীম উদ্দীন মন্টুর ৪ শতাংশ, জি কে শামীমের ২ শতাংশ ও অন্যদের ১ শতাংশ করে শেয়ার রয়েছে।
এ দিকে, মিলনছড়ি এলাকায় বসবাসরত মারমা, ত্রিপুরা, বমসহ স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের ভূমি জবরদখলের অভিযোগ উঠেছে রিসোর্টটির মালিকদের বিরুদ্ধে। বান্দরবান জেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলে অভিযোগগুলো খতিয়ে দেখছে জেলাপ্রশাসক।
বান্দরবানেও জি কে শামীমের সম্পদের পাহাড়, আছে স্পা-রিসোর্ট
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ক্যাসিনো কেলেঙ্কারিতে রাজধানীর গুলশানের নিজ কার্যালয় থেকে যুবলীগের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করেন। তাকে গ্রেপ্তারের সময় বিপুল পরিমাণ নগদ অর্থ, এফডিআর, অস্ত্র, মদ, দেহরক্ষীসহ জি কে শামিমকে গ্রেফতার করান র্যাব। যুবলীগের সমবায় সম্পাদক জি কে শামীমের পূর্ণ নাম এসএম গোলাম কিবরিয়া শামীম। সে নারায়ণগঞ্জ শাখা আওয়ামী লীগেরও সহ-সভাপতি। এর আগে ঢাকা মহানগর যুবদলের সহ-সম্পাদক ছিলেন।
প্রভাবশালী ঠিকাদার জি কে শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকার সরকারি কাজ নিয়ন্ত্রণ করেন। গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজ তার নিয়ন্ত্রণে। বিএনপি-জামায়াত শাসনামলে গণপূর্ত বিভাগে ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। রূপপুর পারমাণবিক কেন্দ্র পর্যন্ত শামীমের ঠিকাদারি হাত।
সিলভান ওয়াই অ্যান্ড স্পার শেয়ারহোল্ডার জসিম উদ্দিন মন্টু যুবলীগ নেতা জি কে শামীমের শেয়ারের কথা স্বীকার করে বলেন, জি কে শামীম রিসোর্টটিতে প্রথম পর্যায়ে ২ কোটি টাকা বিনিয়োগ করেছেন। তবে পাঁচ তারকা মানের রিসোর্টটিতে বিনিয়োগ দাঁড়াবে ২শ কোটি টাকা। সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংককের বিদেশি প্রকৌশলীরা রিসোর্টের ডিজাইন করছেন। মূল কাজের দায়িত্বে আছে বুয়েট।
রিসোর্টটিতে আধুনিক সুইমিংপুল, বিভিন্ন রাইডার, ওয়াটার ওয়ার্ল্ড, স্পা ছাড়াও পাঁচ তারকা মানের হোটেলের নানা সুবিধা থাকবে। রিসোর্ট মালিকদের বিরুদ্ধে পাহাড়িদের ভূমি জবর দখলের অভিযোগ এর ব্যাপারে জসিম উদ্দিন মন্টু আরও জানান, এ রিপোর্টটি নির্মাণের জন্য সরকারি নিয়ম মেনে পাহাড়ি সম্প্রদায়সহ বিভিন্ন জনের কাছ থেকে জায়গাগুলো ক্রয় করা হয়েছে। কোনো জায়গা দখল করা হয়নি।
রিসোর্টটির বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগের বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরই তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্তের পরই প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
Leave a Reply