শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেছেন- স্বাধীনতার পর বাংলাদেশ আজ মাছ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, ‘মাছে ভাতে বাঙালি ঐতিহ্য পুনরুদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি’। ফলে চাহিদা অনুযায়ী মাংস উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ জলাশয় থেকে মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এবারের প্রতিপাদ্য ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) বরমান রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডলসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার প্রতি গুরুত্ব দিয়ে মৎস্য চাষে চাষীদের উদ্বুদ্ধ করার আহবান জানান সংসদ সদস্য।
Leave a Reply