1. [email protected] : News room :
বশেমুরবিপ্রবি’র উপাচার্যের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

বশেমুরবিপ্রবি’র উপাচার্যের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

সানজানা শ্রুতি, রাবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে রাজশাহী- ঢাকা মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা। শনিবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন ।

অবরোধ কর্মসূচি শেষে তারা পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাংবাদিকরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বশেমুরবিপ্রবি’র উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন তারা ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘ নাসিরউদ্দিনের পদত্যাগ চাই’, ‘ আমার ভাই এর উপর হামলা কেন’ ইত্যাদি স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় সাংবাদিকেরা বলেন, বশেমুরবিপ্রবি-তে প্রতিবাদী শিক্ষার্থীদের আন্দোলনের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় সাংবাদিক জিনিয়াকেও বহিষ্কার করা হয়। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণে তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা দুর্নীতির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই উপাচার্য স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। একজন শিক্ষকের আচরণ এমন হলে শিক্ষার্থীরা তার কাছ থেকে কী শিখবে? এ সময় তারা উপাচার্যের দ্রুত পদত্যাগ দাবি করেন। অন্যথায় বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকেরা।

কর্মসূচির শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত মতিহার থানা পুলিশ কর্মসূচিতে বাঁধা দেয় বলে অভিযোগ ওঠে। তবে থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘সাংবাদিকেরা বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সড়ক অবরোধ করলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। তাই তাদেরকে বলা হয়েছিল ক্যাম্পাসের অভ্যন্তরে কর্মসূচি পালন করতে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, সাংবাদিকেরা কর্মসূচি পালন করবে আমাকে জানিয়েছিল। সেখানে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেজন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলাম।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিনিয়াকে ১১ সেপ্টেম্বর সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বশেমুরবিপ্রবি উপাচার্য ওই শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে বশেমুরবিপ্রবি উপাচার্য এর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন রাবি সাংবাদিকেরা।

156Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর