1. [email protected] : News room :
বরেন্দ্র অঞ্চলজুড়ে চলছে বড়শিতে মাছ ধরার উৎসব - লালসবুজের কণ্ঠ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন

বরেন্দ্র অঞ্চলজুড়ে চলছে বড়শিতে মাছ ধরার উৎসব

  • আপডেটের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

সামসুজোহা তানোর : বড়শি পানিতে ফেলে মাছ ধরার মজা সেই জানেন, যিনি এভাবে মাছ ধরেছেন। কারও নেশা এতটাই প্রগাঢ় যে, ছিপ ফেলে অপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা। আর ধৈর্য্যের খেলায় একটি মাছ যখন উঠে? আনন্দের শেষ নেই। বরেন্দ্র অঞ্চলজুড়ে বড়শিতে মাছ ধরা সে আনন্দ এখন ঘনোভূত হচ্ছে। মাছ ধরার এসব দৃশ্য উৎসুক দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার দৃশ্যও চোখে পড়েছে

প্রতিবছর ভাদ্র,আশ্বিন-কার্তিক মাস আসলেই শুরু হয় সৌখিন মৎস্য শিকারীদের বড়শিতে মাছ ধরার মহা উৎসব। কেউ খাল-বিলে কেউ নদীতে। আবার পুকুরে বসছে অনেকে। এই সময় অনেক পুকুরের মালিকও আয়োজন করছেন মৎস্য উৎসবের। তবে পুকুরে মালিকেরা আয়োজনটা করছেন টিকিটের মাধ্যমে। তবুও মৎস্য শিকারীরা পিচপা হচ্ছেনা যতই টাকা টিকিট হোকনা কেন বড়শিতে মাছ শিকার করাই চাই তাদের।

মাছ শিকার দেখতে ভিড় করছে স্থানীয় উৎসুক জনতা

সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি গ্রামের উসমান আলী নামের একপুকুর মালিক তার পুকুরে টিকিটের মাধ্যমে বড়শিতে মাছ শিকারের উৎসবের আয়োজন করেছিলেন। সে আয়োজনে রাজশাহীঞ্চলের প্রায় ২৫ টি সৌখিন মৎস্য শিকারীর দল অংশ নেন।

পুকুর মালিক উসমান আলী জানান,কোন লাভের আশায় নয়,সখের বসেই তিনি বড়শিতে মৎস্য শিকারেরর আয়োজন করেছিলেন। তিনিও একজন সৌখিন মৎস্য শিকারী। তার পুকুরে পাঁচ কেজি ওজনের কাতলা ও আড়াই থেকে তিন কেজি ওজনের রুই মাছ ছিল প্রচুর পরিমাণে।

সেই মৎস্য শিকারের আয়োজনে টিকিট কেটে অংশ নিয়ে ছিলেন মু-ুমালা এলাকার সামসুজোহা ও রাকিবের দল। তারা দুইজনে জানান,বড়শিতে মাছ শিকারেরে যতই টাকা টিকিট হোকনা কেন তাদের টাকা টা বড় বিষয় নয়,সখটাই আগে বিবেচিত হয়ে থাকে। তাই এখানে একটি দলে পাঁটটি বড়শি ফেলতে পারবে তার বিনিময়ে ১০ হাজার টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে পুকুর মালিকের কাছে।

এ উৎসব শুধু পুকুরে টিকিট কেটেই নয়,রাজশাহী অঞ্চলের বিল-নদীতে এ বছর প্রচুর পরিমাণে মিলছে বিভিন্ন জাতের মাছ। আর মাছ ধরতে প্রতিদিন দুরদুরান্ত থেকে মাছ শিকারে বিল-নদীতে দলে দলে আসছে সৌখিন মৎস্য শিকারীরা। তাদের মাছ শিকার দেখতে ভিড় করছে স্থানীয় উৎসুক জনতাও। প্রতিদিনই এমন দৃশ্য বিলের আসপাশে গেলেই দেখা মিলবে। মনে হবে যেন বিল-নদীতে বসছে মৎস্য শিকারীদের মিলন মেলা। তাদের প্রদচারণাই যে মুখরিত থাকছে বিল-নদীর পাড়।

মৎস্য শিকারীরা বলের, বিল-নদীতে রুই,কাতলা,বোয়াল সহ নানান জাতের মাছ বড়শিতে উঠছে।একারণেই সকল শ্রেণী-পেশার মানুষ সুযোগ পেলেই নানান ফাঁদ নিয়ে নেমে যাচ্ছে মাছ শিকারে। অনেক সৌখিন মৎস্য শিকারীরা দিনরাত বসে থাকছে রড়শি পেতে।

শুক্রবার রাজশাহীর তানোর চান্দুরিয়া বিলে বড়শি পেতে মাছ শিকার করছিলেন রাজশাহী নগরীর সরকারী চাকুরিজীবিদের একটি দল। সে খানেই কথা হয় তাদের দলে শামিন নামের একজনের সাথে তিনি বলেন,এ বছর বিলে প্রচুর পরিমাণে মাছ ধরছে এমন সংবাদ পেয়ে তিনি সহ তার বন্ধুরা বিলে বড়শি নিয়ে মাছ ধরতে এসেছেন। মাছ ও ধরছে সত্যি সত্যি।

তিনি আরো বলেন,আধা কেজি থেকে আড়াই কেজি ওজনের মাছ ধরছে বড়শিতে।সব রকম মাছ আছে এবার বিলে। রবিবার সন্ধা পর্যন্ত ১০ থেকে ১২ কেজি মাছ ধরেছেন তারা।
তিনি আরো বলেন,মাছ পাওয়া বড় বিষয় নয়, ছুটির দিনে ছিপ ফেলে বসে থাকলেও মনটা ফ্রেশ লাগে।’

শুধু পবা ও তানোর বিলেই নয়,এ বছর রাজশাহী অঞ্চলের নাটোর,নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে ও রাজশাহীর জেলার অনেক খল বিল নদী নালায় শত শত মৎস্য শিকারীরা প্রতিদিন সকাল থেকে সন্ধা নাগাত বড়শি পেতে বসে থাকছে।

452Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর