1. [email protected] : News room :
বরেন্দ্রে অঞ্চলে ১মাসে সাপের কামড়ে চারজনের মৃত্যু - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

বরেন্দ্রে অঞ্চলে ১মাসে সাপের কামড়ে চারজনের মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

আসাদুজ্জামান মিঠু,বরেন্দ্রঅঞ্চল:
রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলের বাসা-বাড়িতে আবারো বিষধর সাপ গোখরার উৎপাত দেখা দিয়েছে॥ বর্ষা মৌসুম শুরুর পর থেকেই বরেন্দ্র অঞ্চলের অনেক মাটির বাড়িতে দেখা মিলছে মা-সহ গোখরার বাচ্চা। চলতি মাসে গোখড়ার কামড়ে শুধু তানোর উপজেলায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুই ঘটনায় বরেন্দ্র অঞ্চলের কৃষকদের মধ্যে আবারো বাড়ছে গোখরা আতঙ্ক।

গত বছর বর্ষা মৌসুমে রাজশাহী নগরী,তানোর,চারঘাট ও মান্দা উপজেলারসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন প্রান্তের বাসা-বাড়িতে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল কয়েকশ গোখরার বাচ্চা।
মাটির পুরনো বাড়িতে ইঁদুরের গর্তে আশ্রয় নিয়েছিল সাপগুলো। আতঙ্কিত গৃহকর্তারা সবগুলোই পিটিয়ে মেরে ফেলেছিল।

গত বছর গোখরা সাপ মারার ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছিল। সাপের ভয়ে রাজশাহীর অনেক জায়গায় গত বছর ধান কাটতে মাঠে নামার সাহস পাননি শ্রমিকেরা। তাদের ভয় ভাঙাতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছু গামবুট বিতরণ করে। সচেতনতা সৃষ্টিতে জনসংলাপেরও আয়োজন করা করা হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষিজমি সম্প্রসারণের কারণে সাপের নিরাপদ আবাস নষ্ট হচ্ছে। সেচের কারণে মাটি ভেজা এবং প্রচুর বৃক্ষরোপণের কারণে পরিবেশ ছায়াসুশীতল থাকছে। ভূ-প্রকৃতির এই পরিবর্তনের কারণে সাপ খাদ্য ও বাসস্থানের জন্য আবাসিক এলাকায় চলে আসছে। এরা কাঁচা ঘরবাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে। বাড়ির ইঁদুরের গর্তে ডিম ফোটাচ্ছে।

আবারো বর্ষা মৌসুম শুরু হয়েছে। ফের বিষধর সাপ গোখরার উৎপাত দেখা দিয়েছে।
চলতি মাসের মধ্যে তানোর উপজেলায় নারীসহ চারজনের মুত্যুর হয়েছে। এর মধ্যে প্রহেলা জুলাই নিজ ঘরে রাতে ঘুমানো অবস্থায় সাপের কামড়ে মারা যান মু-ুমালা পৌর এলাকার তালুকপাড়া গ্রামের কেতাবুল ইসলামের ছেলে আলিউল-(২৫) । ৫ জুলাই একই ভাবে মারা য্ইা মু-ুমালা গ্রামের আফজালে স্ত্রী আদরী খাতুন (২৭) ১৫ জুলাই পাঁচন্দর ইউপির এলমদহী গ্রামে মারা যাই সোহাগি মুরমু(৩৬) নামের এক আদিবাসি নারী এবং সর্বশেষ ১৮ জুলাই একই ভাবে সাপের কামড়ে মারা যাই কামারগাঁ গ্রামের আতাউর রহমান(৪০)নামের এক কৃষক। এ হিসাব শুধু তানোর উপজেলার। এর বাইরে রাজশাহী জেলায় অন্য উপজেলায় এক মাসের ব্যবধানে আরো একডজন নারী-পুরুষের সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সুত্রে নিশ্চিত করেছে।

মু-ুমালা গ্রামের আফজাল জানান,তার স্ত্রী রাতে ঘুমায় ছিল। হঠাৎ ঘুমের অবস্থায় তাকে কামড় দেয়। তাকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তৃপক্ষ ভেকসিন নাই বলে রাজশাহী মেডিকেলে রেফাপ করে। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার স্ত্রী আদরী খাতকুনেরা মুত্যু হয়।

আদরীর খাতুনে মতই আরো তিনজনের সাপের কামড়ে মৃত্যুর হয়েছে একই ভাবে।

সাহাপুর গ্রামের কৃষক হাসান আলী জানান, নিজ ঘরের মেঝের একপাশে গোখরা সাপ দেখতে পান। সাপ ঘরের মধ্যে একটি গর্তে লুকিয়ে যায়। এরপর পরিবারের লোকজন মাটি খুঁড়তে শুরু করেন। এ সময় গর্ত থেকে একে একে বেরিয়ে আসে সাপসহ ১২টি বাচ্চা। পরে সবগুলোকেই পিটিয়ে মেরে ফেলা হয়।

এদিকে সাপের উৎপাত থেকে মুক্তি পেতে কার্বলিক এসিড তেমন গুরুত্ব বহন করে না বলে জানান রাবি প্রাণি বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক বিধান চন্দ্র দান। তিনি জানান, সাপের উৎপাত থেকে মুক্তি পেতে, নিজেদের বাসস্থলের আশেপাশে যতোটা সম্ভব পরিস্কার রাখতে হবে। বাড়ির আশেপাশে যদি কোন গর্ত থাকে তাহলে তা ভরাট করতে হবে। এ কাজের মাধ্যমেই যতোটা সম্ভব সাপের উৎপাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখা সম্ভব।

প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দাস আরো জানান, বর্ষা মৌসুমে নদী-নালা ভরে যায়। মাঠে জমে থাকে পানি। পানি থেকে রক্ষা পেতে গ্রাম বা শহরে বাড়ির আসপাশে ঝোপ জঙ্গলে আশ্রয় নেন সাপ। সাপ নিজে গর্ত খুঁড়তে পারে না। তারা নিরাপদ আশ্রয় বলতে খোঁজে বাসা-বাড়িতে থাকা ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তে তারা থাকতে পছন্দ করে।

তিনি আরো বলেন, সাপের প্রজনন কাল এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। এর মধ্যে তারা ডিম পাড়ে। একটি সাপ ৩০ থেকে ৩৫টি ডিম পাড়তে পারে। প্রায় ৪০ থেকে ৫০ দিনের মধ্যে বাচ্চা ফোটায়। সাপের বাচ্চা ফোটাতে ডিমের উপর মা সাপ বেঁড়ি পাকিয়ে বসে থাকে। অনেক সময় মা সাপ ডিম পেড়ে চলে গেলেও মাটির মধ্যে একটু উষ্ণতা পেলে এমনিতেই ডিম ফুটে বাচ্চা বের হয়।

বর্ষার মৌসুমে যাদের বাড়িতে মাটির বা পাকা ড্রেন আছে সেসব জায়গায় সাপ থাকার শঙ্কা আরো বেড়ে যায়। বাড়ির কোন জায়গায় যদি খড়ি বা খড় স্তুপ করে রাখা হয় তাহলে সেগুলোও সরিয়ে ফেলতে হবে।

7Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর