বরগুনা প্রতিনিধি:
বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে
শনিবার সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণির মানুষ।
এ সময় বক্তারা বলেন, এখনও গ্রেফতার হয়নি মামলার মূল আসামিরা ।
বক্তারা বলেন দ্রুত সব আসামিদের আইনের আওতায় আনতে হবে।
এর আগে গতকাল শুক্রবার আসামি চন্দন ও হাসানকে ৭ দিন এবং নাজমুলকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
গত বুধবার সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন ও তার সহযোগিরা।
পরে এর ভিডিও ভাইরাল হলে, সমালোচনার ঝড় ওঠে পুরো দেশজুড়ে।
এ ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply