1. [email protected] : News room :
বরগুনায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় চন্দন গ্রেফতার - লালসবুজের কণ্ঠ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

বরগুনায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় চন্দন গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

মো.রাকিব হোসেন,বরগুনা:
বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় চন্দন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন, সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শত শত মানুষের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফের নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।
এ হত্যা মামলার ৪ নম্বর আসামি চন্দন। নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়ির চর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তাঁর বাবার নাম আ. হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র ছিলেন রিফাত।
গতকাল স্ত্রীর সামনে ধারালো অস্ত্র নিয়ে রিফাতের ওপর হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির হওয়ার প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, দুই যুবক ধারালো দা দিয়ে একের এর এক কোপাতে থাকে রিফাতকে।
এ সময় তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারী দুই যুবককে বারবার প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁর স্ত্রী একজনকে আটকানোর চেষ্টা করলে দ্বিতীয়জন হামলা চালায়, দ্বিতীয়জনকে থামানোর চেষ্টা করলেও অন্যজন রিফাতকে কোপাতে থাকে।
আয়েশার চিৎকারে এলাকা প্রকম্পিত হলেও আশপাশের লোকজনের মধ্যে একজন ছাড়া আর কেউ ভয়ে এগিয়ে যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

95Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর