বরগুনা সংবাদদাতা : আজ শুক্রবার একযোগে দেশের ৩৭টি জেলা শহরে পরিচ্ছন্ন অভিযান ও ক্যাম্পিং সম্পন্ন হয়।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিডি ক্লিনের সদস্যরা শুরুতেই একটি শপথ বাক্য পাঠ করেন।
পরে বৃষ্টি উপেক্ষা করে পরিচ্ছন্ন অভিযান শুরু করে বরগুনার পৌরসভা কার্যালয় থেকে বরগুনা নদী বন্দর পর্যন্ত গিয়ে শেষ হয়।
চাই একটি পরিচ্ছন্ন সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশটাকে ভালবেসে এভাবেই রাস্তা,ঘাট এবং মানুষের দ্বারে দ্বারে প্রতিনিয়তই পৌছে যায় বিডি ক্লিনের সদস্যরা শুধু একটু আলোর আশা নিয়ে।
সেই আশা পূরনের জন্য চায় সকলের সহযোগীতা আর পরিবর্তন।
আসুন সকলে মিলে ভালবাসি দেশটাকে,
দেশের মাটিকে,যত্রতত্র ময়লা ফেলার এই হীন অভ্যাসটাকে পরিবর্তন করে সৃষ্টি করি একটা পরিচ্ছন্ন সোনার বাংলাদেশ।
আসুন একসঙ্গে, এককন্ঠে বলি”আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
Leave a Reply