লালসবুজের কণ্ঠ অনলাইন ডেস্ক |
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার আমিরাবাদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।
নিহত মো. রানা (২০) পূর্ব আমিরাবাদের নুরুল ইসলামের ছেলে। আচার খাওয়ানোর কথা বলে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গত ৩রা ফেব্রুয়ারি রানার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব কর্মকর্তা মেহেদী হাসান বলেন, রানার অবস্থানের খবর পেয়ে ভোরে আমিরাবাদ এলাকায় অভিযানে যায় তাদের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে রানা ও তার সহযোগীরা গুলি ছুঁড়তে শুরু করে। র্যাবও তখন পাল্টা গুলি চালায়।
গোলাগুলি থামলে সেখানে রানাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
গুলিবিদ্ধ রানাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মেজর মেহেদী হাসান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
Leave a Reply