1. [email protected] : News room :
বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০১৯

সাতক্ষীরা সংবাদাতা:

কালিগঞ্জে বজ্রপাতে একই পরিবারের তিনজন ও পৃথক স্থানে একজন নিহত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল এলাকার আজম আলীর ছেলে আল আমিন(২২), তার স্ত্রী সাবিনা (১৮) ও সহোদর রবিউল ইসলাম (১৮)। এছাড়া একই ঘটনায় ওই ইউনিয়নের বাগমারী গ্রামের মুনসুর আলী নামে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিক থেকে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় আকষ্মিক বজ্রপাত হলে আজম আলীর ঘরের চালের উপর পড়ে। ওই বজ্রপাতে ঘরের ভেতরে থাকা আল-আমিন, সাবিনা ও রবিউল নিহত হয়।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর