নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘আমার প্রত্যয়’ নামে দেশব্যাপী গবেষণা ভিত্তিক শিল্পযাত্রা শুরু করেছে। এখানে নানা শ্রেনী পেশার মানুষের আমার প্রত্যয় বিষয়ে একটি ফরম পূরণের মাধ্যমে মুজিব বর্ষে অন্ততঃ একটি শুভ কাজ সম্পাদনের জন্য কার্যক্রম শুরু হয়েছে। এর উদ্দ্যেশ্য হচ্ছে, দেশকে সুন্দর, সাবলীল, জঙ্গী ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা। আগামী ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশে^র বুকে মাথা তুলে দাঁড়াতে চাই। এ মহান ব্রতকে সামনে রেখে একে সুসংহতভাবে সাফল্য মন্ডিত করার জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানালেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় ও দুপুরে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আগস্ট মাস পর্যন্ত এ জেলা থেকে ১০ হাজার মানুষের মতামত গ্রহণ এবং তা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রেরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক, জেলা একাডেমির নির্বাহী সদস্য গোলাম ফারুক মিথুন প্রমুখ।
Leave a Reply