বগুড়া সংবাদাতা:
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নিরুত্তাপভাবে চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৯টায় ভোট শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য প্রার্থীদের এজেন্টরা ভোটকেন্দ্রে অবস্থান করছেন। ১৪১টি ভোটকেন্দ্রের কোনোটিতেই এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া জিলা স্কুল কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২০টি। প্রিসাইডিং অফিসার আবুল হোসেন বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৭৭ জন।
ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার লাবণ্য কনা দাস বলেন, ভোট গ্রহণের পর থেকেই ভোটারদের ভিড় বাড়ছে।
বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ৩ হাজার ৯৬৬ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত মাত্র ১১০ জন ভোট দিয়েছেন।
ভোট দিয়ে আসা ভোটার হালিম ও আবুল মিয়া জানান, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হওয়ায় তাদের আগ্রহ অনেক বেশি।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম বদিউজ্জামান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শহরজুড়ে স্টিকার ছাড়া মোটরসাইকেল আটক অভিযান চলছে।
Leave a Reply