1. [email protected] : News room :
ফলাফলের দিনে উৎসবে ভাটা পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

ফলাফলের দিনে উৎসবে ভাটা পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

ইলিয়াস আরাফাত,রাজশাহী ব্যুরো : এইচএসসি বা এসএসসি পরীক্ষার ফলাফলের দিনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রঙ্গন মুখোরিত পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে। কোন কোণায় আনান্দের জোয়ার, আবার কোথায় কান্নার রোল। চিৎকার চেচামেচি যেনো লেগেই থাকতো দিনভর।

এমন দিন এখন অতিত হতে বসেছে। ফল প্রকাশের পরেও শিক্ষার্থীদের আনাগনা মেলেনা শিক্ষাপ্রতিষ্ঠানে। অনলাইনের যুগে শিক্ষার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারছে। তাই ফল প্রকাশের দিনে অনেকেই আর উপস্থিতি থাকেনা কলেজগুলাতে।

মুঠোফোনে এসএমএস বা অনলাইনে ফলাফল পাওয়া যায়। তাই কলেজে আসাটা অযথা মনে করে শিক্ষার্থীরা।

অনলাইনে ফল প্রকাশে শিক্ষা প্রতিষ্ঠানে আসার আগ্রহ হারাচ্ছে পরীক্ষার্থীরা। তাই ফল প্রকাশের আনন্দে ভাটা পড়েছে। এমন দৃশ্য চোখে পড়ে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এছবর পাসের হার ৯৮ দশমিক ৮২। পরীক্ষার অংশগ্রহণ করে ১ হাজার ৩৫২ জন। কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৫২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩২ জন।

অধ্যক্ষ প্রফেসর এস.এম.জার্জিস কাদির জানান, মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৫২ জনের মধ্যে ৭৩৩ জন বিজ্ঞান বিভাগ, ৩০৯ জন বাণিজ্য বিভাগ ও ৩২৬ জন মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। জিপিএ-৫ পেয়েছে ৬৩২ জন। গত বছর ১ হাজার ২৫৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৩৫৮ জন শিক্ষার্থী।

ফলাফলের পরপরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষার্থীদের উপস্থিতি বেশ কম পাওয়া গেছে। অথচ কয়েক বছর আগেই এমন দিনে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন গমগম করতো পরীক্ষার্থীদের পদ চারনায়।

কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী রিদওয়ানা ফারবিন ফারবি বলেন, ‘আমি জিপিএ-৫ পেয়েছি খুব ভাল লাগছে। প্রশ্নপত্র একটু জটিল হয়েছিল। সবমিলে ভাল পরীক্ষা হয়। স্বপ্ন আছে বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার।

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহিনুল আলম বলেন, আমি অত্যান্ত খুশি। আশা মত ফল হয়েছে। মা এর সহযোগিতা ও শিক্ষকদের অবদান অনেক রয়েছে। মা বেশির ভাগ সময় পড়াশোনার জন্য বকা দিত। শুনতে খারাপ লাগতো। আজ বুঝতে পারছি যে মা আমার ভালোর জন্য বকা দিত।

8Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর