1. [email protected] : News room :
প্রয়াত সাংবাদিক হুয়ামন কবিরের পরিবারের পাশে নারীনেত্রী রেনী - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

প্রয়াত সাংবাদিক হুয়ামন কবিরের পরিবারের পাশে নারীনেত্রী রেনী

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯

রাজশাহী ব্যুরো:
রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক খবরপত্র পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান প্রয়াত হুমায়ন কবিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। আজ শনিবার বিকেলে প্রয়াত সাংবাদিক হুমায়ন কবিরের বাড়িতে যান তিনি। এ সময় হুমায়ন কবিরের স্ত্রী পুতুলের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং একজন মেয়েকে চাকরি দেওয়ার আশ^াস প্রদান করেন সমাজসেবী শাহীন আকতার রেনী।
এ সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বিএফইউজে এর সহ-সভাপতি মামুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ, গত ১ জুলাই মহানগরীর রাণী বাজার শহীদ মিনার এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন হুমায়ন কবির। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক হুমায়ন কবিরের বড় মেয়ে রাইসা কবির হিয়া রাজশাহী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের এবং ছোট মেয়ে রিম্পা কবির হিমকি রাজশাহী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্রী।

10Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর