লালসবুজের কণ্ঠ ডেস্ক:
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন পীরজাদা হারুন ও বিএইচ নিশান। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান, নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চান।
এ ছাড়া নির্বাচনের আপিল বোর্ডের দায়িত্বে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক শামসুল আলম ও রশিদুল আমীন হলি।
আগামী ১৮ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৮-১৯ সালের নির্বাচিত কমিটি মেয়াদ চলতি বছরের ২৪ মে শেষ হয়েছে। দুই বছরের সমিতির কাজের হিসাব-নিকাশের প্রতিবেদন ও তফসিল ঘোষণা করা হবে ৪ অক্টোবর।
Leave a Reply