1. [email protected] : News room :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সৈয়দ নজরুল ইসলামের অভিনন্দন - লালসবুজের কণ্ঠ
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সৈয়দ নজরুল ইসলামের অভিনন্দন

  • আপডেটের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ আওয়মী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শনিবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ আরও শক্তিশালী ও গতিশীলতা লাভ করবে।

সৈয়দ নজরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা প্রত্যাশা করি যে; শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বাংলাদেশের জন্য সংগ্রাম ও অসাম্প্রদায়িক রাজনীতিকে সংহত করতে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে, এদিন বিকেল তিনটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 


লালসবুজের কণ্ঠ/এস এস

105Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর