1. [email protected] : News room :
প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইট থেকে এইচএসসি পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ও শিক্ষার্থী ভিত্তিক ফল জানতে পারবে।

শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠনভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এছাড়া, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রেজাল্ট শিটের হার্ড কপি সংগ্রহ করা যাবে। কিন্তু বোর্ড থেকে কোনো হার্ড কপি সরবরাহ করা হবে না।

এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। বোর্ডে ফল প্রকাশের পর মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

যেমন- HSC DHA 123456 2019 Send to 16222

মাদ্রাসা বোর্ডের আলিমের ক্ষেত্রে Alim লিখে স্পেস দিয়ে Mad, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

যেমন- Alim Mad 123456 2019 Send to 16222

ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

যেমন- HSC Tec 123456 2019 Send to 16222

ফিরতি এসএমএসে শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে। তবে বোর্ডের ফল প্রকাশের পরই তা জানা যাবে।

11Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর