1. [email protected] : News room :
প্রথমবারের মত আজ লন্ডনেদূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

প্রথমবারের মত আজ লন্ডনেদূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ২০ জুলাই, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২০ জুলাই) লন্ডনে দূত সম্মেলনে অংশ নেবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম।

শনিবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তারা হলেন, আবু জাফর (অস্ট্রেলিয়া),শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিম উদ্দিন (গ্রিস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ডস) , মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগিজ), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমূল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ইউরোপে বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পাবে।

এর আগে শুক্রবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকাল পৌনে চারটার দিকে দেশটির হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

7Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর