1. [email protected] : News room :
পূজা ঐতিহ্যের নিদর্শন ৮০ বছরে পদার্পণে শোভাযাত্রা - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

পূজা ঐতিহ্যের নিদর্শন ৮০ বছরে পদার্পণে শোভাযাত্রা

  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির ৮০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় মঙ্গল প্রদীপ
প্রজ্জ¦লন করে শোভাযাত্রার উদ্বোধন করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীলস শ্যামকিশোর দাস গোস্বামী ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি।

দিবসটি উপলক্ষে পরে চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির আয়োজনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের স্কুল-কলেজ রোডের সুরে›ন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুর বাড়ী এলাকা থেকে আনন্দময় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ঢাকঢোলসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে ভক্তরা এতে অংশ নেয়। শতশত ভক্তদের কলকাকলিতে মুখরিত ছিল এই মঙ্গল শোভাযাত্রা।

বেশ জাঁকজমকপূর্ণ, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মঙ্গল শোভাযাত্রাটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আগামী ১ অক্টোবর শারদীয় দুর্গোৎসব আনন্দের মধ্যদিয়ে সবাইকে সাথে পালন করা হবে।

কামাল/স্মৃতি

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর