1. [email protected] : News room :
পুলিশের হয়রানি ও দূর্নীতি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জাসদের মানববন্ধন - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন

পুলিশের হয়রানি ও দূর্নীতি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জাসদের মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশ শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও উৎপদানের পথে অনেক দূর এগিয়েছে। সকল উন্নয়ন যেন দূর্নীতির কাছে পরাস্ত না হয়। দেশে এখন নতুন রাজনৈতিক পর্বে উপনীত হয়েছে। দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী , ক্ষমতার অপব্যবহার, ধর্ষণ, মাদকের ব্যবহারসহ সামাজিক অনাচার-অবিচার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পুলিশের কিছু অসাধূ কর্মকর্তা মিথ্যা মামলা, গ্রেফতার বাণিজ্য করে টাকা আদায় এবং হয়রানি করছে। তাই দেশকে এগিয়ে নিতে সুশাসনের কোন বিকল্প নাই।

পুলিশ কর্তৃক প্রতিকার প্রার্থীদের প্রতি অবহেলা ও হয়রানি বন্ধে এবং প্রতিকারে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবিতে স্থানীয় জাসদের নেতাকর্মীরা ‘সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির প্রস্তাব সামনে রেখে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনে নেতাকর্মীরা অংশ নেন।

প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, কর্র্ণেল তাহের সংসদের সাধারন সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ তসিকুল রেজা খাঁন প্রমুখ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

466Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর