লালসবুজের কণ্ঠ ডেস্ক:
রাজধানীর ফু ওয়াং ক্লাবে দুই দিন আগে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই পুলিশের স্পটেই রাত থেকে অভিযান চালাচ্ছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, ফু ওয়াং ক্লাবে বিপুল পরিমাণে বিদেশি মদ ও বিয়ার রয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় অভিযান শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালেও অভিযান চলে।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ক্লাবে অভিযান চালায় পুলিশ। তবে সে অভিযানে কিছুই পায়নি পুলিশ। পুলিশের অভিযানের দুই দিন আবার ক্লাবটিতে অভিযান চালাচ্ছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, ক্লাবটির ভেতর বিপুল অবৈধ মাদক রয়েছে। এর ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে বিদেশি মদ আর বিয়ার রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন এসে রেজিস্ট্রারের সঙ্গে লিকারের সংখ্যা মেলাবেন। তখন যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply