পীরগঞ্জে শিশু ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১ - লালসবুজের কণ্ঠ
    শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন

    পীরগঞ্জে শিশু ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

    • আপডেটের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

    পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি:


    ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

    পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে পাঠিয়েছেন।

    মামলা সুত্রে জানা যায়, উপজেলার দস্তমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রহমান শুক্রবার দুপুরে প্রতিবেশী ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয়। এরপর ঐ শিশুকে ঘড়ের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে তিন সন্তানের জনক গৃহকর্তা আব্দুর রহমান। পরে শিশুটি ঘটনার কথা তার পিতা-মাতাকে জানায়।

    বিষয়টি জানা জানি হলে এলাকার লোকজন আব্দুর রহমানকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে আব্দুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

    পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।


    লাতিফুর/এআর

    88Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর