লালসবুজের কণ্ঠ রিপোর্ট,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। সব ধর্মের মানুষকে অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন সমাবেশের বক্তারা।
রোববার বিকাল পৌনে ৪ টায় শাহনেয়াতুল্লাহ কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাঈমা খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, বিথীকা বাড়ৈ প্রমূখ।
বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ মোটেও সাম্প্রদায়িক নয়। অথচ এ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যেসব ঘটনা ঘটেছে তার মূলে রয়েছে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা। এ ধরনের অপচেষ্টা রুখতে সম্প্রীতি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রয়োজন।
সম্প্রীতির বাংলাদেশ সেই বার্তাটি নিয়েই সারাদেশে কাজ করে যাচ্ছে। যদি সম্প্রীতির বন্ধনটা দৃঢ় হয় তাহলেই অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। শাশ্বত বাংলার সম্প্রীতির সামাজিক দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে সাধারণ মানুষদেরও এগিয়ে আসতে হবে। পারস্পরিক সৌহার্দ্যই হবে মানবিক বাংলাদেশ।
কামাল/চাঁপাইনবাবগঞ্জ/এস এস
Leave a Reply