পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: ৭১ সালে বাংলার স্বাধীনতার জন্য যারা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন সেই সব বীর মুক্তিযোদ্ধাদের নিকট থেকে নতুন প্রজন্ম কিছু জানুক শিখুক এমন একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে পাঁচবিবি এন, এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মেহের নিগার শিউলীর সভাপতিত্বে নতুন প্রজন্মদের জন্য জানার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ¦ আবু বকর সিদ্দিক মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, প্রবীন সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল ইসলাম বাবুল, পাঁচবিবিতে প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেবের সহর্ধমিনী লায়লা আরজুমান, জেলা আঃলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ, কে, এম মাহাবুবর রহমান টুকু, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আখতারুল আলমসহ ছাত্রীশিক্ষক।
মুক্তিযুদ্ধ চলাকালিন বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন এবং ছাত্রীদের নানান প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে যোগ দেওয়া মুক্তিযোদ্ধারা।
Leave a Reply