লালসবুজের কণ্ঠ, স্পোর্টস ডেস্ক:
পুঁজিটা খুব বেশি বড় নয়। এমন পুঁজি নিয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। প্রথম দুই বলেই তুলে নিয়েছেন দুই উইকেট।
এরপর দুর্দান্ত এক ওভার করলেন আরেক পেসার হাসান মাহমুদ। এ দুই পেসারের আঁটসাট বোলিংয়ে ৩ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান আসে নেদারল্যান্ডসের।
এর পরই একই ওভারে ২ রানআউটে বিপর্যয়ে পড়েছে নেদারল্যান্ডস।
এরপরের ওভারে সাকিবের প্রথম বলেই ছক্কা হাঁকান ওপেনার ও’ডাউন। কিন্তু পরের বলেই রানআউটে শেষ হয়েছে তার ইনিংসও। বাউন্ডারির কাছাকাছি দূরত্ব থেকে দারুণ এক থ্রোতে উইকেট ভেঙে দেন আফিফ।
একই ওভারের ৫ম বলে আরও একটি রানআউটের কবলে ডাচরা। এবার উইকেটকিপার নুরুল সোহানের কৃতিত্ব।
তিনি স্টাম্প ভেঙে দিলে ২ রানে ফিরেছেন টম কুপার। রানের খাতাই খুলতে পারেননি কুপার।
এমন পরিস্থিতিতেও দুর্দান্ত খেলছেন একারম্যান। তিন বাউন্ডারিতে ২২ বলে ২১ রান করে ফেলেছেন ইতোমধ্যে।
খেলার এ পর্যায়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান।
লালসবুজের কণ্ঠ/এআর
Leave a Reply