1. [email protected] : News room :
পরিবহন ধর্মঘটে অচল সিরাজগঞ্জ, যাত্রীদের দুর্ভোগ - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

পরিবহন ধর্মঘটে অচল সিরাজগঞ্জ, যাত্রীদের দুর্ভোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ ও ঢাকা মহাখালী বাস মালিক সমিতির দ্বন্ধের জেরে সিরাজগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য সিরাজগঞ্জ জেলায় এ ধর্মঘটের ডাক দেয়। পরিবহন ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জ।
ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ট্রাক-মাইক্রোবাস-সিএনজি, রিক্সা মালিক-শ্রমিকরা ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষনা করে সব যানবাহন চলাচল বন্ধ দিয়েছে। ফলে সাধারন মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। জেলা শহর থেকে উপজেলা সদরে যাবার কোন যানবাহন না থাকায় অনেককে সাধারন মানুষসহ চাকুরীজীবীদের বাস-সিএনজি ষ্ট্যান্ড থেকে ফেরত আসতে হয়েছে। এছাড়াও কাঁচামাল পরিবহন করতে না পারায় কাঁচামাল ব্যবসায়ীদেও দুর্ভোগে পড়তে হয়েছে।

ঢাকা-বগুড়া বাসস্ট্যান্ডে কথা হয় সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের আব্দুল মজিদের সাথে। তিনি বলেন, তিন দিন আগে আমার ছেলেকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করি এখন সুস্থ্য বাড়ি যাব কিন্তু স্ট্যান্ডে প্রায় পৌনে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে তিনি দাড়িয়ে আছেন বলে জানান তিনি।

জেলা বাস মালিক সমিতির সভাপতি জিন্নাহ আল মাজি জানান, ঢাকার মহাখালী বাস মালিক সমিতির নেতারা সিরাজগঞ্জে বাস কাউন্টার স্থাপনের দাবী করছে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোন সমাধান হয়নি। এ অজুহাত দেখিয়ে ঢাকার মালিক-শ্রমিকরা সিরাজগঞ্জের বাস ঢাকা-চন্দ্রা, গাজীপুরে প্রবেশে বাঁধা প্রদান করেন এবং শ্রমিকদের সাথে অসৌজন্যমুলক আচরন করে। টানা ছয়দিন ঢাকার সাথে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ ছিল। দ্বন্ধ নিরসনে তিনদিন সময় দেয়া হয়েছিল। কিন্তু বিষয়টির কোন সুরাহা না হওয়ায় এর প্রতিবাদে সিরাজগঞ্জের সকল পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকরা যৌথভাবে আলোচনা করে সিরাজগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহবান বাধ্য হয়েছি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও এই নেতা জানিয়েছেন।

তিনি আরো বলেন “ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীন রুটসহ দেশের সব জেলায় সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাও বন্ধ রয়েছে।

10Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর