চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
উজান থেকে ধেয়ে আসা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মার পানি বিপদসীমা হচ্ছে ২২ দশমিক ৫০ সেমি ও মহানন্দা ২১ মিটার। মঙ্গলবার বিকেল পর্যন্ত পদ্মার পানি ৬ সেমি বৃদ্ধি পেয়ে ২২.১৫ সেমি ও মহানন্দায় ১৯ সেমি পানি বৃদ্ধি ২০ দশমিক ৭১ সেমি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে।
এতে নতুনভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর ও নামোশংকরবাটি বড়িপাড়া ও জেলার বিভিন্ন ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে পরিবারগুলো । এদিকে দীর্ঘদিন পানিবন্দী থাকায় ত্রানের অভাবে মানবেতর জীবন যাপন করছে সাধারন মানুষ।
পাঁকা ইউনিয়নের তের রশিয়া গ্রামের আবু মড়ল জানান,প্রায় ১৫ দিন ধরে পানিবন্দী রয়েছে পুরো এলাকা। ঘরে যা মজুদ খাবার ছিল সব শেষ হয়ে গেছে। কর্ম না থাকায় সংসার চলেনা। তিনি বলেন,কিছু দিন এলাকাতে ত্রাণ বিতরণ করা হলেও বেছে বেছে কিছু মানুষকে দেয়া হয়েছে। প্রকৃত যারা ক্ষতিগ্রস্থ্য তাদের খবর কেও রাখেনি।
একই অভিযোগ করেন,নিশি পাড়া গ্রামের মরিয়ম বেওয়া। তিনি বলেন,বন্যার পানিতে শাক সবজিসহ সব ফসল ডুবে গেছে। বাড়ীতে উপর্জনক্ষম কোন মানুষ না থাকায় অর্থের অভাবে সংসার চালাতে পারছিনা। একটি মাত্র ছাগল ছিল-সেটিও পানিতে ডুবে মারা গেছে। নিচের কোন লোক না থাকায় ভাগ্যে জোটেনি এক কেজি সরকারী চাল বা শুকনো কোন খাবার।
এমন অভিযোগ করেছেন পানিবন্দী এলাকার অসঙ্খ্য বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ আসনের এমপি ডা.সামিল উদ্দীন আহমেদ শিমুল জানান,শিবগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী রয়েছে। সরকারীভাবে যে তালিকা করে ত্রাণ দেয়া হয়েছে তা একেবারেই অপ্রতুল। তিনি বলেন,দ্রুত সময়ের মধ্যে যেন বন্যাকবলিতদের চাহিদা অনুযায়ী ত্রাণ দেয়া হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, গত ২৪ ঘন্টায় পদ্মার পানি বিপদসীমার ৩৫ সেমি ও মহানন্দা ২৯ সেমি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেভাবে পানি বাড়ছে তাতে বন্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নতুন করে পৌর এলাকার চরমোহনপুর ও নামোশংকরবাটি বড়িপাড়ার নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় ৪’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামান জানান, বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে ও সেই সাথে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার বিকেলে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সজাগ রয়েছে।
Leave a Reply