স্টাফ করেসপন্ডেন্ট লালসবুজের কণ্ঠ
বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মোড়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠকটির আয়োজন করে শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ ও কৃষক লীগ।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান-জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ইসলাম আগমনের খবরে বিকেল থেকেই জড়ো হতে থাকে সাধারন মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে লোকে লোকারন্য হয়ে যায় পুরো রসুলপুর মোড়। এর মধ্যেই দুই শতাধীক মোরসাইকেল র্যালিযোগে বৈঠকস্থলে হাজির হন সৈয়দ নজরুল ইসলাম।
পুর্ণতা পায় জনসমাবেশের। বক্তৃতার আগেই নজরুল ইসলাম কে কাছে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন সব শ্রেনী পেশার মানুষ। তারা বিগত দিনের মত আগামী দিনেও কাছে পেতে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করতে আহবান জানান। এসময় সৈয়দ নজরুল ইসলাম বর্তমান হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতেও অঙ্গীকার করেন এবং করোনাকালিন সময়ের মত সব সময় জনতার মাঝে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুল,পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহা. আব্দুল আওয়াল গনি জোহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, উপজেল যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিস্যু,
উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডের সহ-সভাপতি আল মামুন, উপজেলা কৃষকলীগের সভাপতি তুষার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক মানিকসহ অন্যরা।
Leave a Reply