জয়পুরহাট প্রতিনিধিঃ
আগামী ২৭ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় সংবাদ সম্মেলণ করেন উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী মাছুদা বেগম ঝর্ণা।
শনিবার দুপুরে পৌর শহরের দানেজপুর নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেয়র পদে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশার অভিমত ব্যক্ত করেন।
সম্মেলণে ঝর্না সাংবাদিকদের বলেন, আমার বাবা মরহুম ডাঃ সাইদুর রহমান পাঁচবিবি উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও তৎকালীন বগুড় ১ আসনের সাংসদ ছিলেন।
আমার মরহুম বাবা বঙ্গবন্ধুর ন্যায় বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিঁনি আ’লীগের রাজনীতির মধ্যেই জীবন কাটিয়েছেন।
বঙ্গবন্ধু ও মরহুম বাবার আর্দশে আমিও আ.লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত আছি।
সংবাদ সম্মেলণের মাধ্যমে দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার আবেদন আগামী পৌর নির্বাচনে আমাকে নৌকা মার্কায় নির্বাচন করার সুযোগ দিবেন।
তিনি সকলের সহযোগিতায় মেয়র নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত একটি আধুনিক পৌর গড়ে তুলবেন বলেও জানান।
সংবাদ সম্মেলন শেষে মহিলা আ.লীগের নেত্রীদের নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও ভোটারদের দোয়া প্রার্থনা করছেন।
বকুল/তন্বী
Leave a Reply